অক্টোবর ০৬,২০২১, ১১:৩০
থেমে যায় কালের দূঃর্গন্ধ গতি
যখন আসে অসীম সাহসি দ্যুতি।
ভেঙ্গে চুরমার করতে
সমাজের শত দুর্গতি বিভাজন।ঠিকই করবে অবগুন্ঠন উন্মোচন।তেজদীপ্ত বুদ্ধিমতার মশালে
বজ্রকন্ঠে, মিছিলে মিছিলে, শ্লোগান ও রাজপথে
ভেঙ্গে দিবে জালিমের দরজা শৃঙ্খল বেড়াজালে।
ঠিক আজানের শব্দ নিয়ে,
ওঠো........
এখনো ঘুমিয়ে তোমরা।
জাগো.......
সময়টা এখন ভাঙ্গার গড়ার
নতুন সূর্য আনার....।
তোমরা এক একটা চেতনার নাম
তোমাদের উপস্থিতি অসহায় নিপিড়িত মানুষেরা
পায় শান্ত আগামীর প্রজ্বলিত আলো।
আলোকিত হবে দুনিয়ার সকল
কৃত্রিম কুয়াসা ও কালো।
তোমাদের স্থায়িত্বে মানুষেরা স্বপ্নের জাল বনে
আনন্দে গান ধরে সোনালী পাটাতনে।
তোমার সুরক্ষায় প্রার্থনা করে
সকালে বিকালে সকল মননে
অতি যত্নে আবেগে দরদী মনে।
তুমি আসবে তুমি থাকবে
তুমি পথ দেখাবে পথিকের
পথহারাদের
সুপথের।
দেখাও সরল ও সহজ রথ
ভেঙ্গে দাও বিভেদের বিভাজন মত।
POST COMMENT
For post a new comment. You need to login first. Login
COMMENTS(0)
No Comment yet. Be the first :)