এপ্রিল ১৫,২০২১, ০৪:১০
প্রান্তিক ভাবনা
।।।।।।মনিরুজ্জামান।।।।।
প্রান্তিক ভাবনাগুলো ঢেকে রেখো না
অবঙ্গা অবহেলা তাচ্ছিল্য করে।
জানতে চেয়েছো বা ভেবেছো কি
এতে জমানো কতো প্রজ্জ্বলিত
সাহস, স্বপ্ন, আবেগ ও সম্ভাবনা।
বৃষ্টি পড়বে ফসল উঠবে, দূর হবে ক্ষুধা
সূর্য উঠবে বছরগুলো ঘুরবে
ধীরে ধীরে সন্তান ও কল্প হবে পূর্ণ
দুঃখ কষ্ট সব বেদনা হবে দুর্ণ।
ঘনঅরণ্যে ওরা বাধে সুখের বাসা
পোকামাকড় হিংস্র জন্তু জানোয়ার
শত্রু শাবকে ঠাসা।
তবুও থামে না
যদিও অজানা শেষ ঠিকানা।
ওদের কষ্ট দুঃখ যন্ত্রণা ভুলে
আসে পূর্ণের হাসি আনন্দে হাসে
যখন আসে ফসল ঘরে আনন্দউল্লাসে।
দয়া করে ওটা ঢেকে রেখো না।
ওরা আঁচড় দিয়ে চেঁছে করে জঙ্গল ছাফ।
এতো কষ্টের পরেও তারা দাম পায় হাফ।
তবুও ওরা হারে না হাল ছাড়ে না।
প্রান্তিক কোন ভাবনা নয় খেলনা।
আকাশের পানে চেয়ে থাকে
একপশলা বৃষ্টি দাও খোদা একপশলা বৃষ্টি।
আবার ঘণদূর্যগে জায়নামাজে লুটিয়ে কাঁদে
হে খোদা বন্ধ কর এ দূর্যগ ধ্বংসযঙ্গ দৃষ্টি।
তোমরা দয়া করে ওটা ঢেকে রেখো না।
ওদের কান্না ওদের কষ্ট দুঃখ ও যন্ত্রণা ভুলে দাও
ভুলে দাও তোমাদের মিষ্টি কোমল হাসি দিয়ে।
ওর বেশি কিছু চায় না। চায়না অঢেল ঢের।
ওরা বেঁচে থাকবে তোমাদের সুখী করে
একপশলা হাসি নিয়ে।
POST COMMENT
For post a new comment. You need to login first. Login
COMMENTS(0)
No Comment yet. Be the first :)